শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কোর স্বীকৃতিতে দেশব্যাপী আনন্দ শোভাযাত্রা

| প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে অন্তভর্‚ক্তি উপলক্ষে সারাদেশে আনন্দ শোভাযাত্রাসহ সমাবেশ, প্রামাণ্য চলচ্চিত্র, সাংস্কৃতিক কর্মকান্ডসহ বিভিন্ন অনুষ্ঠানমালা হয়েছে। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
গফরগাঁও থেকে মুহাম্মদ আতিকুল্লাহ জানান, গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তভর্‚ক্তির মাধ্যমে ‘বিশ^ প্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি প্রাপ্তিতে আনন্দ শোভা যাত্রা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ময়মনসিং-১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ (বাবেল )। ওই শোভাযাত্রা র‌্যালিতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন (বাদল), পৌর মেয়র এস এম ইকবাল হোসেন (সুমন), উপজেলা নির্বাহী অফিসার ডা: শামীম রহমান, এমপি বাবেলের একান্ত সচিব মো. মাসুদ হোসেন সোহেল, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন (বিপ্লব), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন র্বোড (পিডিবি) গফরগাঁও, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (আরইবি) গফরগাঁও, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্কুল-কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সকল পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী, সাংবাদিক ও ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাসহ হাজার হাজার সর্বস্তরের জনতা শোভাযাত্রায় অংশ নেয়। এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘বিশ^ প্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি প্রাপ্তিতে আনন্দ শোভা যাত্রা কর্মসূচির শুভ উদ্বোধন করলাম। এতে করে আমি নিজেকে গর্ববোধ মনে করছি। বিশাল শোভাযাত্রা ইতোপূর্বে গফরগাঁও উপজেলায় আয়োজন হয়নি।
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মাচের্র ঐতিহাসিক ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের আনন্দ শুভাযাত্রা ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আনন্দ শুভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এমএ মালেক। উপজেলা প্রশাসনের প্রতিটি দফতরের কর্মকর্তারা ব্যানার নিয়ে এ র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ করা হয়।
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি লাভ করায় মীরসরাইয়ে গৃহায়ণমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। গতকাল সকাল ১১টায় মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন, প্রাথমিক শিক্ষা কর্মকতা গোলাম রহমান, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ রফিক উদ্দিন, মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ নুরুল আবছার, উত্তরজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সদস্য মহিউদ্দিন রাশেদ, সদস্য নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরমেয়র নিজাম উদ্দিন, মীরসরাই পৌরমেয়র গিয়াস উদ্দিন প্রমুখ।
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, পচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ দিন সকালে পরিষদ চত্বর থেকে উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার শাহেদ পারভেজ, মেয়র মো. বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, সাধারন সম্পাদক আলহাজ ফজলুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার অধ্যক্ষ আব্দুল মজিদ, থানার ওসি মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। বিকেলে পৌরসভার আয়োজনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেয়া উপলক্ষে নান্দাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বের করা হয়। গতকাল সকাল ১০টায় সারাদেশের ন্যায় আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রাঙ্গন থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মো. আব্দুল মালেক চৌধুরী স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইউনুস আলী, মুুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থী ও উপজেলার সকল বিভাগের বিভাগীয় প্রধানগন উপস্থিত ছিলেন। এ ছাড়াও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাধারণ জনগণও উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে নির্মিত বাংলা ছায়াছবি ওরা এগারোজন প্রদর্শন করা হয়।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার পরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক আনন্দ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক দল। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এর মধ্যে স্কুলপর্যায়ে রচনা প্রতিযোগিতা, চলচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভুক্তির স্বীকৃতি অর্জন করায় উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগীতায় গতকাল সকালে স্টেডিয়াম থেকে আনন্দ শোভাযাত্রা বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। আনন্দ শোভাযাত্রা শেষে স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু, উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, সহকারি কমিশনার (ভ‚মি) এ কে এম হেদায়তুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, প্যানেল মেয়র নূর হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন প্রমুখ।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় পাকুন্দিয়ায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে ও হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় বক্তব্য দেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, পাকুন্দিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজবাহ উদ্দিন, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।
পীরগাছা (রংপুর) উপজেলা সংবাদদাতা জানান, রংপুরের পীরগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ন্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ^ প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে সারা দেশের ন্যায় পীরগাছা উপজেলায়েও উদ্যাপন করা হয়। এ উপলেক্ষে গতকাল সকাল ১০টায় উপজেলা প্রাশাসনের পক্ষ থেকে শোভাযাত্রা বাহির করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলার সকল সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ মার্চের ভাষণের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘বিশ^ প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। অন্যান্যদের মধ্যে অংশ গ্রহন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভ‚ঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভ‚মি) সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, তিতাস গ্যাসের ডিজিএম বাসু দেব শাহা, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, ফেরদৌসি আলম নিলা, ওসি ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, মুক্তিযোদ্ধা আল-আমিন দুলাল, তাবিবুল কাদির তমাল, শাহরিয়ার পান্না সোহেল, ডা: জাহিদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, প্রকৌশলী এহসানুল হক, কামাল আহাম্মেদ রঞ্জু, ইয়াছিন মিয়া প্রমুখ। শোভাযাত্রাটি উপজেলা কড়ইতলা মঞ্চ থেকে মুড়াপাড়া বাজার, মঠেরঘাট, রূপগঞ্জ প্রেসক্লাব হয়ে ফের কড়ইতলা মঞ্চে এসে শেষ হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন অতিথিবৃন্দ।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে শিবগঞ্জ কারবালা মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌর মেয়র কারীবুল হক রাজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁনসহ অন্যরা। সভায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতিচারণ তুলে ধরেন বক্তারা। এ ছাড়াও শোভাযাত্রায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষা-সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধি, ও ক্রীড়া ব্যক্তিত্ব ও শিশু-কিশোররা অংশগ্রহণ করেন।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা জানান, সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১ টায় উপজেলা ক্যাম্পাস থেকে পৌর শহরে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা হলরুমে ৭ মার্চের ভাষনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের ইমপি অধ্যাপক ইয়াসিন আলী ও মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক, সহকারী কমিশনা ভূমি সোহাগ চন্দ্র সাহা, আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ওসি আব্দুল মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম, ভারপ্রাপ্ত সম্পাদক তাজউদ্দিন, অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, কবি-গীতিকার সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম ও মহিলা আ.লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেক্সোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশন্যাল রেজিস্ট্রারে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে সারাদেশের ন্যায় গাইবান্ধা সুন্দরগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা চত্বরে ইউএনও এস এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এমদাদুল হক বাবলু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মনজু, জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাজেদুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন