সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, দুর্নীতির অভিযোগে আটকদের ৯৫ শতাংশই একটি সমঝোতায় আসতে ও রাষ্ট্রীয় তহবিলে অর্থ ফেরত দিতে রাজি হয়েছেন। তাদের ফেরত দেয়া অর্থের পরিমাণ ১শ’ বিলিয়ন ডলার।
২৩ নভেম্বর নিউইয়র্ক টাইমসের সাথে এক সাক্ষাতকারে তিনি উল্লেখ করেন যে আটক ব্যক্তিদের মধ্যে প্রায় এক শতাংশ নির্দোষ প্রমাণিত হয়েছেন। তাদের মামলাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। অন্যদিকে ৪ শতাংশ তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার এবং আদালতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
সউদী কর্তৃপক্ষ গত ৪ নভেম্বর দুর্নীতির অভিযোগে ২শ’রও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জন শাহজাদা, ৪ জন বর্তমান মন্ত্রী, কয়েক ডজন সাবেক মন্ত্রী ও ব্যবসায়ী রয়েছেন। তারা আটক রয়েছেন রিয়াদের রিজ কার্লটন হোটেলে।
সউদী সরকারী আইন কর্মকর্তা সউদ আল মোজিব ১০ নভেম্বর বলেন, দুর্নীতির অভিযোগে আটক ব্যক্তির সংখ্যা ২০৮-এ পৌঁছেছে। পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তাদের মধ্যে ৭ জনকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে দুর্নীতি ও আত্মসাত কর্মকান্ডে কমপক্ষে ১০০ বিলিয়ন ডলার পাচার হয়েছে।
রিজ হোটেলে কি ঘটছে এবং বাদশাহ সালমান তার কাছে ক্ষমতা হস্তান্তরের আগে দুর্নীতির বিরুদ্ধে এ অভিযান শাহী পরিবারে এবং শাহী পরিবারের বাইরে তার প্রতিদ্ব›দ্বীদের নির্মূল করতে শক্তির প্রদর্শন কিনা , সাক্ষাতকার গ্রহণকারী টমাস ফ্রিডম্যানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষমতাদখলের জন্য দুর্নীতি বিরোধী অভিযান চালানো হয়েছে বলা হাস্যকর।
তিনি বলেন, রিজ হোটেলে আটক বহু বিশিষ্ট ব্যক্তি ইতোমধ্যেই প্রকাশ্যে তার প্রতি আনুগত্য জ্ঞাপন ও তার সংস্কারকে সমর্থন করেছেন। তিনি আরো বলেন, শাহী পরিবারের এক বড় অংশই ইতোমধ্যে তার পিছনে আছেন।
যুবরাজ বলেন, ১৯৮০-র দশক থেকে এ পর্যন্ত আমাদের দেশে ব্যাপকহারে দুর্নীতি চলছে। আমাদের বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী প্রতি বছর সকল সরকারী ব্যয়ের ১০ শতাংশ উচ্চ থেকে নি¤œ পর্যায় পর্যন্ত দুর্নীতির মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে একাধিকবার যুদ্ধ ঘোষণা করলেও তার সবই ব্যর্থ হয়েছে। কেন? কারণ তার সবই নি¤œ পর্যায় থেকে শুরু হয়েছিল।
যুররাজ মোহাম্মদ বিন সালমান উল্লেখ করেন যে সউদী সরকারী আইন কর্মকর্তা সউদ আল মোজিব আশা করছেন যে সমঝোতার মাধ্যমে ফেরত পাওয়া অর্থের পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন