শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা-সিলেট মহাসড়কে জালালিয়া র‌্যালি

| প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বালাগঞ্জ (সিলেট) থেকে আবুল কালাম আজাদ : সিলেটের ওসমানীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে ঢাকা-সিলেট মহাসড়কে জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার শাহজালাল লতিফিয়া ক্যাডেট মাদরাসা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ শেষে মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সকাল ১০টা থেকে দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মুসলিম জনতা ও মাদরাসার ছাত্র-শিক্ষক মিছিল সহকারে জমায়েত হতে থাকেন। এলাকার আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয় সালাত-সালাম ও নাতে রাসূল পরিবেশনার সুমধুর সুরলহরি। নবী করিম (সা:)-এর শানে আশেকে রাসূলদের কণ্ঠে কণ্ঠে উচ্চারিত হয় সালাম সালাম নবী সালাম সালাম, বালাগাল উলা বি কামালিহি, শামছুদ্দুহা আস্সালাম, আস্সালাতু আলান নাবী...এ রকম আগণিত নাতে রাসূল। এতে সৃষ্টি হয় অন্যরকম আমেজ।
কালেমা খচিত ও রাসূল (সা:)-এর শানে রচিত নানা কালজয়ী কবিতা দিয়ে সাজানো ফেস্টুন ও সুদৃশ্য প্ল্যাকার্ড হাতে নিয়ে বর্ণাঢ্য মোবারক র‌্যালিটি সুশৃঙ্খলভাবে ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে রাসূলপ্রেমিক ছাত্র-জনতা। এ র‌্যালিতে নেতৃত্ব দেন জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদ ওসমানীনগর-বালাগঞ্জ উপজেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, উপদেষ্ঠা সভাপতি আলহাজ আব্দুল মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী প্রমুখ। এ ছাড়া আনজুমানে আল ইসলাহ ও তালামিযে ইসলামিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন