শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গ্রাম-বাংলার ঐতিহ্য লাঠিখেলা

| প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঈশ^রগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : গ্রাম বাংলার ঐতিহ্য লাঠিখেলা। লাঠি হাতে বর্ণিল সেজে লাঠির নৈপূণ্যতা দেখায় খেলোয়ার দল। দুই লাঠি, চার লাঠি, শরকি খেলা, তলোয়ার খেলা ও ছুরি খেলা নামের লাঠি খেলা দেখতে আসেন কয়েক হাজার মানুষ। গত শনিবার বিকেলে ময়মনসিংহের ঈশ^রগঞ্জের রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়োজন করে ওই লাঠি খেলাটির।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় উপজেলার রাজিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোদাব্বিরুল ইসলাম ওই লাঠি খেলাটির আয়োজন করেন। গত শনিবার পরিষদ চত্বরে বেলা সাড়ে তিনটা থেকে শুরু হয়ে সন্ধা পর্যন্ত চলে খেলাটি। এতে অংশগ্রহন করেন বিভিন্ন উপজেলা থেকে আসা চারটি দল। এলাকাটিতে গত দুই দশের মধ্যে কেউ লাঠি খেলা দেখেনি তাই খেলা দেখতে দুপুর থেকে ইউনিয়ন পরিষদ এলাকায় ভিড় শুরু করতে থাকেন হাজারো উৎসুক জনতা। লাঠির নৈপূণ্যতা দেখাতে শেরপুরের নকলা থেকে সুরুজ মিয়া তার দল নিয়ে আসেন। ত্রিশালের কানিহারি থেকে আমিনুল ইসলাম ও তার দল, গফরগাঁও থেকে চাঁনু মিয়া ও তার দল ও ঈশ^রগঞ্জের উজানচর নওপাড়ার হাসিম উদ্দিন ও তার দল খেলায় অংশ নেয়। খেলা শেষে সব দলকেই নগদ অর্থ প্রদান করেন রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাব্বিরুল ইসলাম। খেলা উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাতেম আলীর সভাপতিত্বে, জনি দের উপস্থাপনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম মুদাব্বিরুল ইসলাম, উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, রাজিবপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম চাঁন মিয়া, মো. আবদুল আলী ফকির প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন