বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মামলা প্রত্যাহারের দাবিতে তিতাসে মানববন্ধন ও বিক্ষোভ

| প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা উত্তর সংবাদদাতা : গত ১৮ নভেম্বর দাউদকান্দির বাণিজ্যিক এলাকা গৌরীপুরের চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি এলাকার টপটেরর শাহ আলমের উপর প্রতিপক্ষ সন্ত্রাসী হামলার ঘটনায় তিতাস উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদারকে আসামি করায় স্থানীয় আওয়ামী রাজনৈতিক মহলে ও জেলা নেতৃবৃন্দদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উত্তাল হয়ে উঠেছে তিতাসের মাঠ। সোহেল সিকদারের বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে গতকাল ১১টার দিকে তিতাসের গাজিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে তিতাস উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় তিতাস উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, স্থানীয় সাপ্তাহিক কালপুরুষ পত্রিকার সম্পাদক এবং আ.লীগ নেতা আলাউদ্দিন মাস্টার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ যুগ্ম আহŸায়ক সারোয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল আলম মুরাদ, ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা বাহারুল বাহার, ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন, আ.লীগ নেতা স্বপন সরকার, যুবলীগ নেতা মোকবুল প্রধান মেম্বার, যুবলীগ নেতা লালন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। দাউদকান্দির ঘটনায় তিতাসের বিশিষ্ট ব্যক্তিত্ব ভাইসচেয়ারম্যান সোহেল সিকদারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করায় তিতাসের রাজনীতিক, সুশীল সমাজ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ নিন্দা, প্রতিবাদ, ধিক্কার জানান এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করেন। এদিকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আলহাজ জাহাঙ্গীর আলম সরকার ফোনে সাংবাদিকদের বলেছেন, দাউদকান্দিতে একের পর এক হত্যাকান্ড ঘটছে আর রহস্যজনক আসামি দেয়া হচ্ছে তিতাসের নেতাদের, এটা দুঃখজনক। আমি এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন