বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নলছিটিতে একই রাতে ৩ সরকারি দফতরে চুরি

| প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নলছিটি (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : নলছিটি উপজেলার তিনটি সরকার দফতর এবং পৌরমার্কেটের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের দরজার কড়া ভেঙে গতকাল রোববার ভোর রাতে চুরি হয়েছে। জানা যায়, নলছিটি উপজেলা পরিষদ চত্বরের উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আটটি আলমিরার তালা ভেঙে কাগজপত্রাদি তছনছ করে। ওই রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে দ্বিতীয় তলায় অবস্থিত আইসিটি অফিসের কয়ড়া কেটে। ওই বিল্ডিংয়ের নীচতলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার দফতরের কয়ড়া কেটে একটি আলমিরার তালা ভেঙে কাগজপত্রাদি তছনছ করে। অপরদিকে পৌর মার্কেটের পলাশ হাওলাদারের কাপড়ের দোকানের তালা ভেঙে প্রায় ৯৬ হাজার টাকা নেয়ার খবর পাওয়াগেছে। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম জানান, কয়েকটি অফিসের কয়ড়া কেটে চোর ভেতরে প্রবেশ করেছে। তবে মালামাল হারানোর খবর পাওয়া যায়নি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। নলছিটি থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, ঘটনাস্থল পরির্দশন করেছি। নাইটগার্ডদের উপস্থিতিতে অফিসের তালার কয়ড়া কেটে অফিসের আলমিরার কাগজপত্রাদি তছনছ করার বিষয়টি রহস্যজনক, তদন্ত চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন