রাজধানীর দক্ষিণখানে ছেলে হাবিবুল্লাহ খান রাজনের (২৫) ছুরিকাঘাতে তার মা মমতাজ বেগম (৫৫) নিহত হয়েছেন। স্বজনদের দাবি, নিহতের ছেলে মানসিক প্রতিবন্ধী।
গতকাল রবিবার রাত ১০টার দিকে দক্ষিণখানে কলিল বক্স রোড এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় মমতাজ বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজ জানান, রাতে রাজনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তার মা। বাসার অন্যরা দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মমতাজকে মৃত ঘোষণা করেন। স্বজনরা আমাদের বলেছেন, রাজন মানসিক প্রতিবন্ধী। তিনি বলেন, রাজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এ ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন