মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নেত্রকোনায় ভাবীকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড

| প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা জেলার কলমাকান্দায় ভাবী নাছিমা খাতুনকে (৩৫) উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার দায়ে আসামি দেবর হান্নান মিয়াকে (৩২) মৃত্যুদÐ এবং ২০ হাজার টাকা অর্থদÐ দিয়েছে আদালত। নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা গতকাল সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত আবুল হাসিম ফকিরের পুত্র বিল্লাল মিয়ার ও তার স্ত্রী নাছিমা খাতুনের সাথে নানা বিষয় নিয়ে তারই দেবর আবদুল হান্নানের পারিবারিক কলহ চলে আসছিল। ২০১৪ সালের ৮ জুন দুপুর সাড়ে ১২টার দিকে হান্নান মিয়ার পুত্র হামজা গাছ থেকে কাঁঠাল পারতে গেলে নাছিমা আক্তার বাধা দেয়। এই নিয়ে সৃষ্ট ঝগড়ার একপর্যায়ে হান্নান মিয়া ভাবী নাছিমা খাতুনকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে সে মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে তার মারা যায়। এ ব্যাপারে মৃতকের ভাই কান্দাপাড়া গ্রামের মৃত আজর আলীর পুত্র মো. জয়নাল (৪০) বাদী হয়ে হান্নান মিয়াকে একমাত্র আসামি করে ৯ জুন কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর আদালতে আসামি হান্নান মিয়ার বিরুদ্ধে চার্জশির্ট দাখিল করে। বিজ্ঞ বিচারক ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণান্তে আসামি হান্নান মিয়ার বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় উপরোক্ত রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি (চলতি দায়িত্বে) অ্যাডভোকেট সাইফুল আলম প্রদীপ এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট পুরবী কুÐু।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন