শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শ্রীপুরে শিক্ষকের জমি দখলের অভিযোগ

| প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে আদালতে মামলা থাকা সত্বেও মাদরাসার এক শিক্ষকের পৈত্রিক জমি জবর দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল থেকে মাস্তান বাহিনী নিয়ে ভ‚মিদস্যু ও দালালচক্ররা উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের শিক্ষক সামসুল হুদার জমি দখলের ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই প্রভাব খাটিয়ে ভ‚মিদস্যু ও দালালচক্রদের সাথে ওই শিক্ষকের জমি জবর দখল করছেন বলে ক্ষতিগ্রস্ত শিক্ষক অভিযোগ করেন।
গাজীপুর আদালতের রিভিশন মামলা (৩৪১/১৭) সূত্রে জানা গেছে, উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মৃত হাজী উবায়দুল্লার পুত্র স্থানীয় গিলাশ্বর দাখিল মাদরাসার সাবেক সহকারী মৌলভী শিক্ষক হাজী সামসুল হুদার পৈত্রিক সম্পত্তি বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই ফজলুল হকের নেতৃত্বে একই ইউনিয়নের বিভিন্ন গ্রামের জয়নাল আবেদীন, নাসির উদ্দিন, খোকন, মামুন ফকির, এনামুল হক, মো. দুলাল, জামাল উদ্দিনসহ স্থানীয় ভ‚মিদস্যু ও দালালচক্ররা প্রশাসনকে ম্যানেজ করে আদালতকে তোয়াক্কা না করে বিরোধকৃত জমিতে জোরপূর্বক ইটের সীমানা বাউন্ডারি নির্মাণ করছেন। শিক্ষক হাজী সামসুল হক জানান, দীর্ঘদিন ধরে বিরোধকৃত জমিতে ভ‚মিদস্যু ও দালালচক্ররা আদালতে একাধিক মামলা থাকা সত্তে¡ও স্থানীয় চেয়ারম্যানের ভাই প্রভাব খাটিয়ে জমি দখল করছেন। আদালত থেকে নোটিশ পাওয়ার পর তারা আরো তাড়াহুড়া করে দখলের কাজ শুরু করে। প্রশাসনের কাছে একাধিক অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাইনি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানের ভাই অভিযুক্ত ফজলুল হকের সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন