দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া থানা পুলিশ গত সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের ওয়াকিটকি ছিনতাই মামলার আসামিসহ ৭ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, উপজেলার জিয়ানগর ইউনিয়নের হেরুঞ্জ গ্রামের আশরাফ আলী তালুকদারের ছেলে পুলিশের ওয়াকিটকি ছিনতাই মামলার আসামি হুমায়ন কবির তালুকদার টিপু (৩৪), সন্দেহজনক পাশর্^বর্তী জয়পুরহাট জেলার কালাই উপজেলার করিমপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে সানোয়ার হোসেন (৪০), মৃত ওয়াহেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৪০), হাতিয়র গ্রামের শাহেদ জামানের ছেলে মামুনুর রশিদ (৪৫), ইটাইল গ্রামের মৃত মনছের আলীর ছেলে মোস্তফা কামাল (৪০), এলতা গ্রামের মহাতাব আলীর ছেলে আবু বক্কর ছিদ্দিক (৩০) ও গ্রেফতারী পরোয়ানামূলে দুপচাঁচিয়া পৌর এলাকার মাঝিপাড়ার মৃত শংকর সরকারের ছেলে পবন সরকার (৩৫)। থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক পুলিশের ওয়াকিটকি ছিনতাই মামলার আসামি সহ ৭ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন