শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ফারহাবীর চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক
৪ বছরের ফুটফুটে শিশু ফারহাবী। যে বয়সে খেলাধুলা ও দুষ্টুমিতে মেতে থাকার কথা। সে বয়সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে যন্ত্রণায় চটফট করছে। বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক ডাঃ আফিকুল ইসলামের অধিনে চিকিৎসাধীন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ফারহাবী জটিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত, তাকে সুস্থ করতে দীর্ঘমেয়াদি চিকিৎসা জরুরি, এতে দেশে বিভিন্ন থেরাপিতে প্রায় ৭/৮ লাখ টাকার প্রয়োজন, আর বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রায় ৩০ লাখ টাকা দরকার। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তাড়াইল গ্রামের দরিদ্র মো. কামরুজ্জামানের মেয়ে ফারহাবী। পরিবার পরিজন নিয়ে সংসার চালাতেই ফারহাবীর বাবাকে নিয়মিত হিমসিম খেতে হয়। তার ওপর দীর্ঘদিন মেয়ে অসুস্থ। নিকট আত্মীয় ও প্রতিবেশীর কাছে ধারদেনা করে এতদিন চিকিৎসা চালিয়ে আসছেন। ফারহাবীর বাবার পক্ষে আর মেয়ের চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট একমাত্র মেয়ের চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা-
মো. কামরুজ্জামান,
হিসাব নং-১০৫১০১১২৩৪০৬
ডাচ বাংলা ব্যাংক লিঃ
মতিঝিল ফরেন এক্সচেঞ্জ শাখা, ঢাকা।
মোবাইল- ০১৯২৩-৩০৩৮৯৮।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন