শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পরিবেশ নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে শিল্পকারখানার দূষিত বর্জ্যে খালের প্রাকৃতিক পরিবেশ নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার পৌরশহরের ৪নং ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের শ্রীপুর-মাস্টারবাড়ী সড়কের ছোক্কার খালের পাড়ে দাঁড়িয়ে এ মানববন্ধন করে স্থানীয়রা। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, কৃষক, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় কয়েকটি শিল্প কারখানার মালিক ও কর্মকর্তারা নিজেদের টাকা বাঁচাতে পরিবেশের তোয়াক্কা না করে কারখানার অপরিশোধিত দূষিত বর্জ্য খালের পানিতে ফেলে বসবাস অনুপযোগী করে তুলছে। যা আগামী প্রজন্মের বসবাসের জন্য মারাত্মক হুমকি। খালের পানিতে কারখানার বর্জ্য ফেলায় পানি বিষাক্ত হয়ে মরে যাচ্ছে মাছ, ব্যাঙসহ বিভিন্ন কীটপতঙ্গ। এ বর্জ্যের আগ্রসন বন্ধ না হলে মানুষের প্রকৃতিক পরিবেশে বেচেঁ থাকার অস্তিত্ব সংকটে পড়বে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন