সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফরিদপুর জেলা আ.লীগের সম্মেলন আজ

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা
আজ ২২ মার্চ ফরিদপুর জেলা আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ঢাকার কেন্দ্রীয় নেতা ও ফরিদপুরে ৯টি উপজেলার শীর্ষ স্থানীয় নেতারা সম্মেলনে উপস্থিত থাকবেন। ৯টি উপজেলার নির্বাহী কমিটির সদস্যরা ভোট দিয়ে জেলা কমিটি নির্বাচিত করবেন। সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ১ জন পদে একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো প্রতিদ্বন্দ্বী নেই সাধারণ সম্পাদক পদে। সূত্রে জানা যায়, এ পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সদর উপজেলা চেয়ারম্যান রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সরকার মন্ত্রীর অনুজ খোন্দকার মোহতেশাম হোসেন বাবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ৬ জন সভাপতি প্রার্থীর মধ্যে রয়েছেন ফরিদপুরের প্রবীন শিক্ষাবিদ লোকমান হোসেন মৃধা, ভাঙ্গা উপজেলা আ.লীগের সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন, নগরকান্দা উপজেলা আ.লীগের সভাপতি ও সংসদ উপনেতার পুত্র আয়মন আকবর চৌধুরী বাবলু, এককালের মাঠ কাপানো আ.লীগ নেতা সামসুল হক ভোলা মাষ্টার, আ.লীগ নেতা বাবু বিপুল ঘোষ, আ.লীগ নেতা এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা। সম্মেলন উপলক্ষে ফরিদপুর শহরের ৫ কিলোমিটার এলাকা জুড়ে পোষ্টার, ব্যাপার, তোরণে সয়লাব। নেতাদের পক্ষে বিভিন্ন নেতা শুভেচ্ছা জানিয়ে প্লাকার্ড লাগিয়েছেন শহর জুড়ে। সড়কে একটু বাদে বাদে নৌকার তোরণ বানানো হয়েছে। ফরিদপুরের আ.লীগের তৃণমূল নেতাকর্মীদের দাবি যোগ্য ব্যক্তিদের নিয়ে এবারের সম্মেলনটি সম্পন্ন কমিটি গঠন করা হোক। নাম প্রকাশ না করার শর্তে কিছু নেতারা জানান, আওয়ামীলীগের কিছু হাইব্রীড নেতারা শহরে ব্যনার পোষ্টার লাগিয়ে আ.লীগের কনিষ্ঠ কর্মী হিসেবে নিদের জাহির করছে। আজ আ.লীগের সম্মেলনটি ফরিদপুর শহরের অম্বিকা হলে সকাল ১০টা থেকে শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন