শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বাঁশের সাঁকোই হাজারো মানুষের একমাত্র ভরসা

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা
পাবনার চাটমোহরের গুমানী নদীর ছাইকোলা-লাঙ্গলমোড়া ঘাটে ৪৭ বছরেও ব্রিজ নির্মাণ না হওয়ায় জন দুর্ভোগ বেড়েই চলছে। বাঁশের সাঁকোই মানুষের একমাত্র ভরসা। ছাইকোলা ইউনিয়নের গুমানী নদীর ছাইকোলা-লাঙ্গলমোড়া ঘাটে দীর্ঘদিন ধরে ব্রিজটি নির্মাণ না হওয়ায় এলাকাবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাঁশের সাঁকোটি প্রতি বছর এলাকার মানুষেরা নির্মাণ করে পারাপার হচ্ছেন। লাঙ্গলমোড়া, বরদানগর, মামাখালী, পুটিগাড়া, মাঝগ্রাম, হান্ডিয়াল, চরনবীন, নবীনসহ বিভিন্ন গ্রামের প্রায় ৬০ হাজার মানুষের চলাচলের জন্য একটি ব্রিজ নির্মাণ না হওয়ায় মানুষেরা বর্ষায় নৌকায় এবং শুকনো মৌসুমে বাঁশের চরাটে পারাপার হচ্ছেন। এলাকাবাসী দীর্ঘদিন ধরেই স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে তাদের প্রাণের এই দাবিটি তুলে ধরলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এলাকাবাসী বলেন নির্বাচন আসলে জনপ্রতিনিধিরা ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও ভোটের পর আর তা করা হয় না। নদীর দুই পাড়েই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, হাটবাজার, পরিবার কল্যাণ কেন্দ্র আছে। বর্ষা মৌসুমে স্কুল, কলেজগামী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। এছাড়া মানুষেরা দ্রুত তাদের প্রয়োজনীয় কাজকর্মও করতে পারেন না একটি ব্রিজের জন্য। কৃষকদের উৎপাদিত পণ্য কৃষকেরা হাটবাজারে সহজে নিতে পারেন না। সবদিক মিলে চাটমোহরের গুমানী নদীর ছাইকোলা-লাঙ্গলমোড়া ঘাটে ব্রিজ নির্মাণ না হওয়ায় প্রায় ৬০ হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন