আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
শিশু আইনের ৭০ ধারার অপরাধে গ্রেফতারকৃত শিক্ষককে সাময়িক বরখাস্তের পরিবর্তে ছুটি প্রদান করলেন আমতলী ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী কোনো সরকারি শিক্ষক অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার দায়ে পুলিশ কর্তৃক গ্রেফতার বা জেলহাজতে গেলে উপজেলা শিক্ষা কর্মকর্তা তার বিরুদ্ধে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর যথাযথ রিপোর্ট প্রেরণ করবেন এবং জেলা শিক্ষা কর্মকর্তা ওই রিপোর্টের প্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষককে সাময়িক বরখাস্ত করবেন। কিন্তু আড়পাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া (৩২) শিশু আইনের ৭০ ধারায় গত ৪ ফেবব্রুয়ারি পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে হাজতে গেলেও উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম মোটা অংকের উৎকোচের বিনিময়ে তাকে মেডিক্যাল ছুটি প্রদান করেন। উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সকালে সহকারী শিক্ষক তানিয়া তার বাসার কাজের মেয়ে কারিমাকে (৮) শারীরিক নির্যাতন করে মুখে আগুনের ছ্যাঁকা দিলে পুলিশ সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে আমতলী থানায় শিশু আইনে মামলা দায়ের করে। এ ব্যাপারে আমতলী উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলামের সাথে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, আমি তার বিরুদ্ধে কাগজপত্র জেলা শিক্ষা কর্মকর্তার নিকট পাঠাইছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন