সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নড়াইলে ধান কাটা উৎসব

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইলে গ্রাম বাংলার লোকজ সাংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে স্থানীয় কৃষকদের সাথে সর্বস্তরের মানুষ উৎসবে মেতে ওঠে। দল বেঁধে জারি-সারি ও ভাটিয়ালী গান গেয়ে এবারের নবান্ন উৎসবে যোগ দেয় স্থানীয় কৃষকসহ সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার নবান্ন উৎসব ১৪২৪ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ওই উৎবের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলে কালিয়ায় জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফিজুর রহমান, সহকারী কমিশনার (ভ‚মি) এ বি সিদ্দিকী, কালিয়া শাখার কৃষি ব্যাংকের ব্যবস্থাপক খ ম খলিলুর রহমান প্রমুখ।
কৃষকের ঘরে নতুন ধান তোলার আনন্দ ভাগাভাগি করতে নবান্ন উৎসবে নতুন ধানের পিঠা তৈরি করে অতিথিদের আপ্যায়ন করাসহ নানা ধরনের সাজে সজ্জিত হয়ে স্থানীয় কৃষকদের সাথে সর্বস্তরের মানুষ উৎসবে মেতে ওঠে। দল বেঁধে জারি-সারি ও ভাটিয়ালী গান গেয়ে এবারের নবান্ন উৎসবে যোগ দেয় স্থানীয় কৃষকসহ সর্বস্তরের মানুষ। এবার নবান্ন উৎসব কালিয়া উপজেলা পরিষদের চত্বর আনন্দমেলায় পরিণত হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন