শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কার্গিলের তুষারধসের পরে ভারতীয় সেনার লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দু’দিন ধরে তল্লাশি অভিযান চালানোর পর গত রোববার ভারতের কার্গিলের তুষারধসে নিখোঁজ সেপাই বিজয় কুমারের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। কার্গিল সীমান্তে পাহারা দেয়ার সময় তুষারধসে নিখোঁজ হন ভারতীয় সেনাবাহিনীর দু’জন সদস্য। একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, তিন দিন ধরে বিজয়ের কোনও খোঁজ মিলছিল না। অবশেষে এদিন ১২ ফুট বরফের স্তুপের মধ্য থেকে তার দেহ উদ্ধার করা হয়। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়, উদ্ধারকার্যে রেসকিউ ডগ, ডিপ পেনিট্রেশন রেডার এবং মেটাল ডিটেক্টর্স ব্যবহার করা হয়েছিল। সূত্র জানায়, নিহত বিজয়ের বাড়ি তামিলনাড়ুর তিরুনেলভেল্লি জেলার বল্লরামপুরম গ্রামে। তার বাড়িতে বাবা, মা এবং দুই বোন রয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, বিজয়ের দেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে পূর্ণ সামরিক মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুডা। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন