সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দীর্ঘ যাত্রাবিরতিতে ক্ষুব্ধ যাত্রীদের হামলা আহত ৪ : আটক ৩

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


টঙ্গী সংবাদদাতা : দীর্ঘক্ষণ যাত্রাবিরতির কারণে ক্ষুব্ধ হয়ে তুরাগ ট্রেনের যাত্রীরা বৃহস্পতিবার রাতে টঙ্গী রেলওয়ে স্টেশনে হামলা চালিয়েছে। এতে রেলের চার কর্মচারী আহত হয়েছেন। আহতরা হলেনÑ রেলের টিএনএ জাকির হোসেন, এম এস ইলিয়াস, ওয়াইম্যান হিরণ মিয়া ও নিরাপত্তা আবুল হোসেন। এ ঘটনায় জিআরপি পুলিশ স্টেশন থেকে তুরাগ ট্রেনের তিন যাত্রীকে আটক করেছে। টঙ্গী রেলস্টেশন মাস্টার আবদুল হালিম জানান, কমলাপুর থেকে ছেড়ে আসা জয়দেবপুরগামী তুরাগ সাটল ট্রেনটি সন্ধ্যা ৭টা ৮ মিনিটে টঙ্গী জংশনে প্রবেশ করে। ট্রেনটিকে স্টেশনে দাঁড় করিয়ে বিভিন্ন রুটে আরো ছয়টি ট্রেন পাস করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তুরাগ ট্রেনের যাত্রীরা ট্রেন থেকে নেমে স্টেশন নিয়ন্ত্রণ কক্ষে চড়াও হয়। যাত্রীদের পাথর নিক্ষেপে নিয়ন্ত্রণ কক্ষের দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এসময় রেলের বেশ কয়েক জন স্টাফ আহত হয়। যাত্রীরা তুরাগ ট্রেনের দরজা-জানালার কাঁচও ভাঙচুর করে। ঘটনার সময় প্ল্যাটফর্মে একটি লাশের সুরতহাল প্রতিবেদন করছিল জিআরপি পুলিশ। পুলিশ লাশ রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এসময় ঘটনাস্থল থেকে তিন যাত্রীকে আটক করে। পরিস্থিতি শান্ত হওয়ার পর রাত ৮টা ২০ মিনিটে তুরাগ ট্রেনটি জয়দেবপুরের উদ্দেশে টঙ্গী স্টেশন ত্যাগ করে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন