বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গ্রুপের নেতাকে সস্ত্রীক খুনের প্রতিবাদে পার্বতীপুরে মানববন্ধন

দিনাজপুর জ্বালানি তেল পরিবেশক ও মালিক গ্রুপের ৭ দিনের কর্মসূচি ঘোষণা

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার : দিনাজপুর জেলা পেট্রোল পাম্প জ্বালানি তেল পরিবেশক ও মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও তার স্ত্রী দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হওয়ার প্রতিবাদে গতকাল সকাল ৯টার সময় বাস টার্মিনালের পার্বতীপুর-সৈয়দপুর সড়কে ঘাতকদের গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন ও সাত দিনের কর্মসূচি ঘোষণা করে সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনের বক্তারা প্রশাসনকে স্মারকলিপি ও রংপুর বিভাগসহ সাড়া দেশের পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দেয়। সেই সাথে খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বতীপুর পৌরসভার মেয়র ও দিনাজপুর জেলা পেট্রোল পাম্প জ্বালানি তেল পরিবেশক ও মালিক গ্রুপের ভাইস প্রেসিডেন্ট আলহাজ মেনাজুল হক, কোষাধক্ষ মো. রওশন আলী সরকার পার্বতীপুর ট্যাংক-লরি শাখার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক ফজলুল হক ভ‚ঁইয়া, তেল ব্যবসায়ী নেতা কবির হোসেন প্রমুখ। মানববন্ধনে দলমত নির্বিশেষে ও বিভিন্ন সংগঠনে নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
জানা যায়, গত ২৯ নভেম্বর বেলা ১২ টার সময় সৈয়দপুর শহরের জসিম বাজার এলাকায় একটি বাড়িতে মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (৪০) ও তার স্ত্রী সাথী আরা (২৭) দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হয়। ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এ জোড়া খুনের কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। মামুনুর রশিদের বড় ভাই আব্দুর রশিদ বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামুনুর রশিদ পার্বতীপুর উপজেলার সরকার পাড়া গ্রামের মৃত তেলব্যবসায়ী মুনসুর আলীর ছেলে তার স্ত্রী সাথী আরা পোড়াভিটা মহেবুল ইসলামের মেয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন