শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কলাপাড়ায় ড্রেজার ব্যবসায়ীদের দৌরাত্ম্যে চরম জনভোগান্তি

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কলাপাড়া (পটুয়াখালী) থেকে এ এম মিজানুর রহমান বুলেট : পটুয়াখালীর কলাপাড়ায় ড্রেজার ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ভোগান্তিতে পড়েছেন পৌর নাগরিকরা। পৌরশহরের খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, ইসমাইল তালুকদার টেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে, ভ‚মি অফিসের সম্মুখে, পল্লীবিদ্যুত সড়ক, রহমতপুর সড়কসহ পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কের একাধিক পয়েন্টে ড্রেজার ব্যবসায়ীরা পাইপ ফেলে এর উভয় পার্শ্বে বালুর বস্তা দিয়ে উঁচু গতিরোধক সৃষ্টি করেছে। এর ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা হেঁটে কিংবা যানবাহন নিয়ে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বিড়ম্বনার শিকার হচ্ছে। এ ছাড়া অন্ধকার কিংবা বিদ্যুৎহীন রাতে হেঁটে পথ চলতে গিয়ে নাগরিকরা প্রায়ই হোঁচট খেয়ে আহত হচ্ছে। এ ড্রেজার ব্যবসায়ীদের পেছনে রয়েছে প্রভাবশালী জনপ্রতিনিধি ও রাজনীতিক বলে জানা গেছে। দীর্ঘ দিন ধরে পৌরশহরের সড়কগুলোতে ড্রেজার ব্যবসায়ীদের এ উঁচু গতিরোধক থাকলেও রহস্যজনক কারণে এ গুলো বন্ধের কোনো পদক্ষেপ নিচ্ছেনা বলে আভিযোগ রয়েছে।
মো. আলমগীর সিকদার বলেন, ‘কয়েকদিন আগে আমি ওয়াপদা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ি। এতে পায়ে প্রচন্ড আঘাত পাই। পৌরশহরে এ অবস্থা দীর্ঘদিনের।’ এ বিষয়ে খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন বিশ্বাস বলেন, ‘স্কুলের সামনে গতিরোধকের বিষয়ে কাউন্সিলরদের বললেও এটি এখনো আছে।’ কলাপাড়া পৌরসভার সচিব মাসুম বিল্লাহ জানান, ‘শহরের একাধিক সড়কে ড্রেজার ব্যবসায়ীর সৃষ্ট উঁচু গতিরোধকের কারণে নাগরিকরা দুর্ভোগে পড়ায় ড্রেজার ব্যবসায়ীদের লিখিতভাবে পৌরসভায় ডাকা হয়েছিল, কিন্তু তারা আসেনি’ বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন