শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাভারে বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ‘হাত ধরেছি আমরা সবাই, বাল্যবিয়ে রুখবোরে ভাই!’ বাল্যবিয়ে, অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ এবং স্কুলের শিক্ষা থেকে ঝরেপড়া রোধে আরএইচস্টেপ (রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড অ্যাডুকেশন প্রোগ্রাম) সাভার উপজেলায় নতুন প্রকল্প ‘হ্যালো, আই এম’ (হিয়া) এর কার্যক্রম শুরু করেছে। সমাজের যে সকল রীতি-নীতি বাল্যবিয়েকে প্রভাবিত করে, সেই সকল রীতি-নীতি পরিবর্তনে সমাজের কিশোর-কিশোরী, তাদের বাবা-মা, ধর্মীয় নেতা, স্থানীয় নেতাসহ সাংবাদিক, সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণের মাধ্যমে আরএইচস্টেপ ‘হ্যালো, আই এম’ এর কার্যক্রম বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করে। কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সকালে সাভার প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে আরএইচস্টেপ দুই দিনব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করেছে। আরএইচস্টেপের প্রগ্রাম ম্যানেজার (হ্যালো, আই এম) ড. সুবীর খিয়াং বাবুর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনে আরএইচস্টেপ এবং হ্যালো আই অ্যাম সম্পর্কিত উপস্থাপনা সম্পাদিত হয়। বাংলাদেশে বাল্যবিয়ের বর্তমান অবস্থা এবং এর ফলাফল নিয়ে বিশদ আলোচনা করেন বক্তারা। আরএইচস্টেপের সাভার উপজেলার ম্যানেজার খন্দকার ফয়সাল আহম্মদ প্রশিক্ষণ কার্যক্রম মূল্যায়ণের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করেন। আরএইচস্টেপÑ হ্যালো আই অ্যাম প্রগ্রামের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. জয়নাল আবেদীন, প্রজেক্ট অফিসার পিনাস আক্তার, প্রজেক্ট অ্যাসোসিয়েট শারমিন সুলতানা, হিতেন্দ্র নাথ রায় এবং মো. শরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন