শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নান্দাইলে প্রতিপক্ষকে ফাঁসাতে সন্তান খুন

নান্দাইল (ময়মনসিংহ) থেকে শংকর চন্দ্র বনিক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌর সদরের চন্ডীপাশা এলাকায় গত বৎসরের ১৩ মার্চ সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকায় প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য পিতা দীন ইসলাম ওরফে ধীরু নিজের কন্যা বীথি (১৭ মাস) ছুরিকাঘাতে খুন করে। এ ব্যাপারে নান্দাইল থানায় ধীরু বাদি হয়ে শাহজাহানসহ ১১ জনকে আসামী করে খুনের মামলা দায়ের করে। মামলা নং ১৩ (৩) ১৬। নান্দাইল মডেল থানা সুত্রে জানা যায়, খুনের মামলাটি থানা পুলিশ এবং ডিবি‘র হাত ঘুরে অবশেষে সিআইডির কাজী নাছির উদ্দিনের উপর তদন্তভার ন্যাস্ত হয়। সিআইডি দীর্ঘদিন তদন্তের পর গত ২৬ নভেম্বর/১৭ইং নান্দাইল থানায় সিআইডি’র পুলিশ পরিদর্শক ময়মনসিংহ কাজী নাছির উদ্দিন বাদী হয়ে নিহতের পিতা দ্বীন ইসলাম(ধীরু) কে আসামী করে নান্দাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।
ইতিমধ্যে আসামী ধীরুকে সিআইডি পুলিশ গ্রেফতার করেছে। ধীরু’র দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে (০৫ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহা-সড়কের নান্দাইল নতুন বাজার এলাকায় এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে।এ সময় খুনীর শাস্তির দাবীতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন, চন্ডীপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল হাই, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস ছালাম প্রমূখ। বক্তরা বীথি হত্যার প্রকৃত রহস্য উম্মোচন করে প্রকৃত দোষীকে সনাক্ত করায় আইন প্রয়োগকারী সংস্থার প্রতি কৃজ্ঞগতা প্রকাশ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন