শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঠাকুরগাঁওয়ে নতুন জাতের আলু উৎপাদনে কৃষক মাঠ দিবস

জেলা সংবাদদাতা ঠাকুরগাঁও | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঠাকুরগাঁওয়ে নতুন জাতের পামেলা (এটলাস) আলু চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম মাউদুদুল ইসলাম। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গেøাবাল এগ্রো লিঃ এর এমডি বেলায়েত হোসেন, আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের কর্মসুচি ব্যবস্থাপক জিয়াউল ইসলাম, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মেরিনা সুলতানা ও মতিউর রহমান প্রমুখ।
এসময় কৃষি বিভাগের কর্তকর্তারা জানান, প্রতি একরে এ জাতের আলু উৎপাদন হয় ১২-১৮ মেঃ টন। আর অন্যান্য আলু চাষের চেয়ে অল্প খরচে উৎপাদনের সময় লাগে ৯০দিন। পরে চুক্তিতে জগন্নাথপুর ও নারগুন ইউনিয়নের ৫০জন কৃষকের মাঝে আলু বীজ বিতরন করা হয়। ডিসিএ প্রকল্পের মাধ্যমে আরডিআরএস তা বাস্তবায়নে কাজ করছে। ফলে কৃষকরা বাহির থেকে বীজ ক্রয়ের চেয়ে কেজিতে কমপক্ষে ১০ টাকা কমে এবং বকেয়া পরিশোধের সুবিধা পাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন