শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বেনাপোলে ২৬ সোনার বারসহ আটক ২

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে গতকাল শুক্রুবার সকালে আবারো ২৬টি সোনার বারসহ দুইজন পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। সোনার বারগুলো পাচারকারীদের দেহে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ছিল। বেনাপোলকে আন্তর্জাতিক সোনা পাচারকারীদের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে বেশ কিছু দিন ধরে। আটককৃতরা হচ্ছেনÑ ইমরান হোসেন (২২) পিতা-আলী হোসেন ও বিল্লাল হোসেন, (২৫) পিতা-রেজাউল ইসলাম। উভয়ের বাড়ি বেনাপোলের পুটখালি সীমান্তের বালুন্ডা গ্রামে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী সেজে দেহে ফিটিং করে প্রায়শই কোটি কোটি টাকার সোনা পাচার হচ্ছে বলে বিজিবি জানায়। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলর পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেন ও বিল্লাল হোসেনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে চার কেজি ওজনের ২৬টি সোনার বার জব্ধ করা হয়। আটক সোনার মূল্য এক কোটি ৭০ লাখ টাকা বলে বিজিবি জানান। আটক সোনা বেনাপোল কাস্টমস হাউজে জমা দেয়া হয়েছে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন