শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মোনাজাতের মধ্য দিয়ে কক্সবাজারে তিন দিনের আঞ্চলিক ইজতিমা সমাপ্ত

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার ব্যুরো : দেশ ও জাতির শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো কক্সবাজারের তিন দিনের আঞ্চলিক ইজতেমা। গতকাল শনিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাত পরিচালরনা করেন কাকরাইল মসজিদের আহলে সুরা মাওলানা মোশাররফ। মোনাজাতে অংশ নেন প্রায় পাঁচ লাখ মানুষ।
২৫ মিনিটের আখেরি মোনাজাতে দেশ-জাতি ও বিশ্ব মুসলমানের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশেকে একটি ইসলামী খেদমত মুলক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার দোয়া করা হয়। একই সাথে প্রতিটি মুসলমানদের মধ্যে আল্লাহ-রাসুলের ভালোবাসা ও ইসলামের খেদমত করার মানসিকতা সৃষ্টি, ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে ইসলামের সুমহান শিক্ষা মেনে চলা, সকল প্রকার গোনাহ, কুফরী, বেদআত থেকে মুসলমানদের বিরত থাকা ও হেফাজত এবং আখেরাতের জন্য তৈরী হওয়ার জন্য মহান আল্লাহর কাছে তাউফিক কামনা করা হয়। পাশাপাশি বিশ্বের মুসলিমদের নিরাপত্তার জন্যও দোয়া কামনা করা হয়।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে শহরের জেলে পার্ক মাঠ-সংলগ্ন পশ্চিমের ১৭ একর জায়গাজুড়ে শুরু হয় তিনদিন ব্যাপী কক্সবাজার জেলার আঞ্চলিক ইজতেমা। শুক্রবার ইজতেমার জুমার নামাজ আদায়ের আয়োজন করা হয়। গতকাল শনিবার দুপুরে আখেরী মোনাজাতের মধ্যে ইজতেমার সমাপ্তি ঘোষণা করা হয়। এতে করে কক্সবাজার শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন