শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নান্দাইল মুক্ত দিবসে আলোচনা সভা

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মো. আবদুল মালেক চৌধুরী স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও আহŸায়ক মুক্তিযোদ্ধা সংসদ, নান্দাইল মো. হাফিজুর রহমান, পৌর সভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আব্দুস সালাম ভ‚ঁইয়া (বীরপ্রতীক) সাবেক কমান্ডার মো. মাজহারুল হক ফকির উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা হাসান মাহমুদ জুয়েলসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। সভায় বক্তারা ১৯৭১-এর ১১ ডিসেম্বরকে নান্দাইলের ইতিহাসে একটি স্বরণীয় দিন হিসেবে উল্লেখ করে ওই দিনের ঘটনাবলি তুলে ধরেন এবং বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন