বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ক্ষোভে ক্রোধে উত্তাল জাকার্তা থেকে রাবাত

আল জাজিরা : | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভে ক্রোধে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে জাকার্তা থেকে রাবাত পর্যন্ত মুসলিম বিশ্ব। এশিয়া থেকে মধ্যপ্রাচ্য হয়ে উত্তর আফ্রিকা পর্যন্ত হাজার হাজার মুসলিম শহর-নগরের রাস্তাগুলোতে নেমে এসে বিক্ষোভ প্রদর্শন করে ও শ্লোগান দিয়ে তাদের নিন্দা জানায়। রোববার বিভিন্ন আন্তর্জাতিক প্রধান নগরীতে বিক্ষোভকারীরা প্রধান এভিনিউ ও চত্বরগুলোতে জমায়েত হয়। তারা ফিলিসিÍনি পতাকা প্রদর্শন করে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে গগণ বিদারী শ্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। তিনি বলেন, ইসরাইলের মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হবে। বিশ্ব নেতৃবৃন্দ তার এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। এর ফলে ফিলিস্তিনে উত্তেজনা দেখা দিয়েছে। অধিকৃত ফিলিস্তিনে পঞ্চম দিনের মত সহিংসতা সংঘটিত হওয়ার কথা জানা গেছে।
ফিলিস্তিনি রেডক্রিসেন্ট জানায়, অধিকৃত পশ্চিম তীর, জেরুজালেম ও গাজায় রোববার ইসরাইলি পুলিশের সাথে সংঘর্ষে ১৫৭ জন আহত হয়েছে। অন্যদিকে ট্রাম্পের ঘোষণার পর থেকে সংঘর্ষে গাজায় এ পর্যন্ত ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার বৈরুতে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ঘটে। এ সময় বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ¦ালিয়ে মার্কিন ও ইসরাইলি পতাকা পুড়িয়ে দেয়। এ সময় এক বিক্ষোভকারী বলেন, আমাদের পাশে একটি আরব দেশও নেই। আরব লীগের বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রীরা রবিবার গৃহীত এক প্রস্তাবে সিদ্ধান্ত বাতিল করার জন্য ট্রাম্পের প্রতি আহবান জানান। তারা মার্কিন নীতি পরিবর্তনের নিন্দা করার জন্যজাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানান।
এদিকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সোমবার দ্বিতীয় দিনের মত ইন্দোনেশিয়ার মুসলমানরা ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। তারা ফিলিস্তিনের পতাকা বহন এবং ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা করুন লেখা ব্যানার বহন করছিল। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা করেছেন।
তুরস্কের ইস্তাম্বুলে হাজার হাজার তুর্কি সোমবার আবার বিক্ষোভ প্রদর্শন করে। নগরীর ইয়েনিকাপি চত্ত¡র তুর্কি ও ফিলিস্তিনি পতাকার সমুদ্রে পরিণত হয়। ট্রাম্পের পদক্ষেপের অন্যতম সোচ্চার সমালোচক তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান ট্রাম্পের পদক্ষেপকে বাতিল বলে আখ্যায়িত করেন এবং তরে বিরুদ্ধে লড়াই করার শপথ ব্যক্ত করেন। মরক্কোর রাজধানী রাবাতে বিক্ষোভকারীরা ট্রাম্পের নিন্দা করে শ্লোগান দেয়। তারা জেরুজালেম ফিলিস্তিনিদের লেখা ব্যানার বহন করছিল। এ বিক্ষোভে সর্বস্তরের লোক অংশ নেয় যার মধ্যে সরকারী কর্মকর্তা, বিরোধী দলের সদস্যরা, ধর্মনিরপেক্ষ ও রক্ষণশীলরা।
মরক্কোর অর্থমন্ত্রী মোহাম্মদ বুসাইদ বলেন, এ বিক্ষোভের মধ্য দিয়ে আমরা ট্রাম্পের সিদ্ধান্ত সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছি। ভারত অধিকৃত কাশ্মীরে মুসলমানরা ভিন্ন ধরনের প্রতিবাদ প্রদর্শন করে। রাজধানী শ্রীনগরে মুসলমানরা তাদের দোকান খোলেনি ও রাস্তায় বের হয়নি। ইয়েমেন ও সিরিয়াতেও ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। মিসরে আল আজহার বিশ^বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা গতকাল আবার বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় নেমে আসেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন