টাঙ্গাইল জেলা সংবাদদাতা
যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে এক জনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদ-ের আদেশ দিয়াছেন। গতকাল মঙ্গলবার দুপুরের তিনি এই আদেশ দেন। দন্ডিত ব্যক্তির নাম বুদ্দু মিয়া ওরফে বাদশা। তার বাড়ী নাগরপুর উপজেলা আটা পাড়া গ্রামে। মামলা সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, স্বামী বুদ্দু মিয়া ৫০ হাজার টাকা যৌতুকের দাবীতে স্ত্রী ফরিদা খাতুনকে প্রায়ই নির্যাতন করত। ২০১৩ সনের ৮ জুলাই ৫০ হাজার টাকা যৌতুকের দাবীতে স্ত্রীকে স্বাসরোধ করে হত্যা করে। পরে নিহত ফরিদা খাতুন ভাই আব্দুল মালেক বাদী হয়ে নাগরপুর থানায় মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ কে এম নাসিমুল আক্তার। আসামী পক্ষে এডভোকেট আব্দুর রাজ্জাক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন