মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামান করে দোয়া মাহফিল ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মির্জাপুর পৌরসভা মিলনায়তনে এ দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন মির্জাপুর উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌরসভার মেয়র মো. সাহাদৎ হোসেন সুমন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, ইসলামিক ফাউন্ডেশনের মির্জাপুর উপজেলা শাখার অফিস সহকারি আলী আজম সিদ্দিকী, মো. ফরিদ মিয়া প্রমুখ। এর আগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ২০১৫ শিক্ষা বর্ষ (মউসিক) শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন