বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

উত্তরাঞ্চলে আসছে অতিথি পাখি : তৎপর শিকারিরা

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ধীরে ধীরে শীত নামছে উত্তরাঞ্চলে। শীতের সঙ্গে সঙ্গে এ অঞ্চলের হাওর-বাঁওড়, নদী, খাল-বিলে আগমন ঘটেছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির। রঙবেরঙয়ের বিভিন্ন প্রজাতির হাজার হাজার পাখির কলতানে মুখরিত এখন উত্তরাঞ্চলের বিভিন্ন খাল-বিল। তবে বিগত বছরগুলোর তুলনায় ধীরে ধীরে পাখির সংখ্যা হ্রাস পাচ্ছে। শীত আসার সঙ্গে সঙ্গে খাল-বিলে যখন এদের জালে বন্দী করার জন্য তৎপর হয়ে উঠে নিষ্ঠুর শিকারির দল। শিকারির জালের ফাঁদে আর বন্দুকের ছররা গুলিতে প্রাণ হারায় অসংখ্য নিরীহ পাখি। যুগের পর যুগ ধরে উত্তরাঞ্চলে উড়ে আসছে অতিথি পাখি। উত্তরজনপদের নদী-নালা, রক্তদহ বিল, হালতি বিল, দীঘনি বিলসহ অসংখ্য হাওর-বাঁওড়ে এরা এসে আশ্রয় নেয়। ঝাঁক বেঁধে উড়ে চলা পাখির দলকে অনুসরণ করে শিকারির দল। শিকারির হাত বদলিয়ে একসময় এরা পৌঁছে শৌখিন ক্রেতাদের হাতে। শৌখিন ক্রেতাদের কাছে অতিথি পাখির চাহিদা বেশি হওয়ায় এগুলোকে চড়ামূল্যে বিক্রি করে শিকারির দল। অতিথি পাখি নিধনের বিরুদ্ধে দেশে কঠোর আইন থাকলেও এর প্রয়োগ না থাকায় অবাধে পাখি শিকার রোধ করা সম্ভব হচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন