শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সৈয়দপুরে জোড়া খুনের ঘটনায় দুইজন গ্রেফতার

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) থেকে নজির হোসেন নজ : নীলফামারীর সৈয়দপুরে জসিম বাজারে দিবালোকে জোড়া খুনের ঘটনায় প্রধান খুনি নুর মোস্তফা ওরফে লাবু ওরফে সুমনকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। সৈয়দপুরের চৌমুহনী বাজার থেকে তাকে গত মঙ্গলবার বিকেলে আটক করে পুলিশ। লাবু সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট এলাকার তেলিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। গত বুধবার সন্ধ্যা ৭টায় সৈয়দপুর থানায় এক প্রেস কনফারেন্সে নীলফামারী পুলিশ সুপার জাকীর হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আটক খুনির দেয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুরের চিরিরবন্দরের একটি আখ ক্ষেত থেকে রক্তমাখা জামাকাপড়, নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বিকেলে নীলফামারী ম্যাজিস্টেট আদালতে আটক লাবু স্বীকারোক্তিমূলক জবাববন্দী দিয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ সুপার সাংবাদিকদের জানান।
উল্লেখ্য, পুলিশ গত ২৯ নভেম্বর বেলা ১১টার দিকে সৈয়দপুরের জসিম বাজার এলাকার একটি বাসা থেকে পাবতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পেট্রল পাম্প ব্যবসায়ী মামনুর রশিদ ওরফে মামুন ও তার বান্ধবী কলেজছাত্রী সাথী আরা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। খুনের পর ওই বাসার ভাড়াটিয়াসহ খুনিরা আত্মগোপন করে। এ ঘটনায় ওই রাতে নিহত মামুনের বড় ভাই আব্দুর রশিদ নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত পাঁচ-ছয়জনের নামে মামলা দায়ের করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন