কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবদদাতা
কাপ্তাই বড়ইছড়ি সদর বাজার এলাকায় সোমবার গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত মদ্যপান করে আফছার নামের এক কাঠমিস্ত্রিকে বেদম প্রহর করে একটি চোখ নষ্ট করে দেয়। রাতে আফছারের অবস্থা খারাপ দেখে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কাপ্তাই থানা পুলিশ খবর পেয়ে মদ্যপান অবস্থায় শুক্কুর নামে এক সিএনজি চালককে গাড়িসহ আটক করে বলে থানা সূত্রে জানা যায়। এ ব্যাপারে এলাকার ইউপি সদস্য আফাইকে জিজ্ঞেস করা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন এবং আফসারকে বিনাদোষে মদ্যপান করে শুক্কুরসহ আরো কয়েকজন জড়িত আছে বলে উল্লেখ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন