চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা
চাটখিল পৌর বাজারে বিনা নোটিশে একটানা ১৫ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় আবাসিক ও পৌর বাজারে ব্যবসায়ীসহ ৫ শতাধিক গ্রাহক চরম দুর্ভোগের শিকার হয়েছে। জানা যায়, চাটখিল পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার হাবিবুর রহমানের দায়িত্বহীনতার কারণে এ দুর্ভোগের ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, পূর্ব ঘোষণা ছাড়াই ডিজিএম হাবিবুর রহমান চাটখিল পৌর মাছ বাজার সংলগ্ন স্থানে বিদ্যুৎ লাইন সংস্কারের কাজ শুরু করে। গত সোমবার সকাল ৯টা থেকে কাজ শুরু করে রাত ১২টা পর্যন্ত একটানা বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়। ডিজিএম হাবিবুর রহমান পূর্ব ঘোষণা না দিয়েই সংস্কার কাজ শুরু করেন বলে স্বীকার করেন। তিনি আরও জানান, সংস্কার কাজে এত সময় লাগবে বলে তার ধারণা ছিল না। এ ব্যাপারে রাত ১১টার দিকে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম শংকর দত্তের সাথে যোগাযোগ করলে তিনি জানান, পূর্ব ঘোষণা না দিয়ে একটানা ১৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখা ডিজিএমের ঠিক হয়নি। দুর্ভোগের শিকার গ্রাহকরা এ ব্যাপারে ডিজিএম হাবিবুর রহমানের দায়িত্বহীনতাকে দায়ী করেছে। তারা অনতিবলম্বে হাবিবুর রহমান অপসারনের দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন