শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রামগড়ে ১৪,৪৪৫ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা : সারা দেশের ন্যায় রামগড়ে আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন কর্মসূচির আওতায় (২য় রাউন্ড) ৬-১১মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন, ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ উপলক্ষে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র সম্মেলন কক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় এক ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা স্বাস্থ্য ও পঃপঃ কর্মর্কতা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ইউএনও আল- মামুন মিয়া, ওসি শরিফুল ইসলাম, ডিপিসি মতিউর রহমান, পুষ্টিবিদ মোঃ আবু তাহের। এতে আরো উপস্থিত ছিলেন- সরকারী- বেসরকারী কর্মকর্তা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। রামগড় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মর্কতা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম সভায় জানান, রামগড় উপজেলায় ২টি ও হাফছড়ি ১টি ইউনিয়নে-৯০টি কেন্দ্র রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন