শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাতক্ষীরায় ফেনসিডিলসহ ট্রাক চালক ও হেলপার আটক

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় ৫৫০ বোতল ফেনসিডিলসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার দিবাগত রাতে শহরের জজর্কোটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, জেলার কালিগঞ্জ উপজেলার খামারপাড়া গ্রামের আব্দুলের ছেলে বাবর আলী (২৪) ও দেবহাটা উপজেলার নারকেলী গ্রামের মোকছেদ আলীর ছেলে আনারুল ইসলাম (২২)। রবিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আলী আহম্মেদ হাশেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নম্বার বিহিন একটি ফেনসিডিল বহনকারী ট্রাক জব্দ করা হয়। পরে ওই ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
নবজাতকের লাশ উদ্ধার
সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকা থেকে এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে হাসাপাতালের আমবাগান থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, কে বা কারা ওই নবজাতকের লাশটি আম বাগানে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। শিশুটির লাশ উদ্ধার করে সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন