শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বাঁশ পণ্যে সচল সংসারের চাকা

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চান্দিনা (কুমিল্লা) থেকে মুন্সী কামাল আতাতুর্ক মিসেল : কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া গ্রামের প্রতিটি পরিবারই একমাত্র বাঁশজাত কুটির শিল্পের ওপরই নির্ভরশীল। সারা বছরই তারা বাঁশ দ্বারা বিভিন্ন সামগ্রী তৈরিতে ব্যস্ত থাকে এবং তা বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ হওয়ায় আজ ওরা সকলেই স্বাবলম্বী। নানা সমস্যায় জর্জরিত থাকার পরও তারা তাদের পৈতৃক পেশায় এখনও টিকে রয়েছে। এই গ্রামে প্রায় অর্ধশত পরিবার রয়েছে। তারা বংশপরম্পরায় এই পেশায় নিয়োজিত। বাড়ির নারী-পুরুষ, কিশোর-কিশোরী সকলেই কাজ করে থাকে। ছোটরা বড়দের কাজে সাহায্য করে । তারা বাঁশজাত সামগ্রী যেমন ধান রাখার ডোলা, কুলা, চালুন, কাদি, উড়া, দাড়ি, মাথাল, উইন্যা, চাঁই, বানা ইত্যাদি তৈরি করে। আধুনিক যুগেও গ্রামাঞ্চলে এইসব জিনিসের ব্যাপক প্রচলন রয়েছে। ফলে বাজারে এইসব বাঁশজাত কুটির শিল্পের চাহিদাও রয়েছে ব্যাপক। পাইকাররা গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এইসব জিনিস সংগ্রহ করে পরে হাট-বাজারে বিক্রি করে। গ্রামবাসীরা জানায় , এইসব জিনিস তৈরি করতে মোড়ল ও মাহাল বাঁশের প্রয়োজন হয়। স্থানীয়ভাবে উৎপাদিত বাঁশ তাদের চাহিদা মেটাতে পারে না। ফলে তারা কচুইর, বগুইরাকান্দা, সাদুল্লারচর, ভাঁটগাঁও, কাটাবাড়িয়া এলাকা থেকে তাদের প্রয়োজনীয় বাঁশ সংগ্রহ করে। প্রায় সারা বছরই তাদের হাতে কাজ থাকে এবং কোন কোন সময় সারা রাত বাড়ির আঙ্গিনায় হ্যারিকেন জ্বালিয়েও কাজ করতে হয়। কুটির শিল্পের কারিগর আনোয়ার মিয়া (২৫), সাইফুল (৩০), আলাউদ্দিন (৩০), লোকমান (৪০) জানান, বাঁশের ও তারের দাম এবছর প্রায় দ্বিগুণ হয়ে গেছে। অপরদিকে ধান ঘরে তোলার বর্তমান মৌসুমে ডোলার মূল্য অর্ধেকে নেমে এসেছে। ধানের মূল্য পড়ে যাওয়ায় ডোলার দামও কমে গেছে বলে তারা জানান। গ্রামের গৃহবধূ ঝরনা (৪৫) জানান, সাংসারিক কাজ-কর্মের পাশাপাশি অবসর সময়ে এই কাজও করে থাকেন। সালমা (১২), রাশেদ (১৬) জানায়, লেখাপড়ার পাশাপাশি তাদের পিতামাতাকে তাদের কাজে সহায়তা করে থাকে। এই গ্রামেই কথা হয় পাইকার বাবরি মিয়ার (৪৮) সাথে। সপ্তাহের রবি ও বুধবার তারা এই গ্রাম থেকে বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে যায় এবং পরে সাধারণত: চান্দিনা, ইলিয়টগঞ্জ, মাধাইয়া প্রভৃতি বাজারে নিয়ে বিক্রি করে থাকে। গত বছর যে ডোলা আট শত টাকায় বিক্রি হয়েছে সেই ডোলাই এ বছর চার থেকে ছয় শত টাকায় বিক্রি হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন