শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কালকিনিতে বিজয় দিবস উপলক্ষে দুর্গম এলাকায় বিভিন্ন অনুষ্ঠান

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মহান বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার দূর্গম এলাকা পূর্ব এনায়েতনগরের ৮৪নং মহরউদ্দির চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেনের দিক নির্দেশনায় স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও গ্রামবাসীদের নিয়ে ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন ঘটনা নিয়ে নাটিকা, কবিতা আবৃত্তি, নৃত্য সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে কর্মসূচীতে।
এউপলক্ষে গতকাল(সোমবার) বিকেলে স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, স্কুলের ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল হাসানাত হাওলাদার, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবু তাহের কালাম, মোবারক বিশ্বাস, প্রভাষক ওবায়দুর রহমান, স্কুলের পিটিআই কমিটির সভাপতি আবুল বাশার হাওলাদার, ইউপি সদস্য বাদল বিশ্বাস, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম তালুকদার, মোশাররফ হাওলাদার, মতিউর রহমান বেপারী, সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন বেপারী, জব্বার বেপারী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সভার সার্বিক পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন