বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নেছারাবাদে দুস্থদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদাতা : নেছারাবাদে ডা. শামসুল হুদা ও সামসুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসা সেবা (মেডিকেল ক্যাম্প) প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে উত্তর জগন্নাথকাঠি গ্রামে ওই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক রেবেকা সুলতানা নিজ পিতা,মাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর তিনি এ সেবা কার্যক্রমের আয়োজন করে থাকেন। তারই ধারাবাহিকতায় তিনি এ বছরও একদিনের এ সেবা কার্যক্রমের উদ্ধোধন করেছেন।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহীদ হোসেন, স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রদান শিক্ষক মো. আতিকুল্লাহ, ওয়ার্ড কাউন্সিলর মো. জাহীদুল ইসলাম বিপ্লব বক্তব্য রাখেন।
শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার আশিক দত্ত, মেডিকেলের চিকিৎসক ডা. মনোয়ার হোসেন, ডা. সোহাগ হোসেন দিনভর বিভিন্ন ধরনের রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন