চাঁদপুর জেলা সংবাদদাতা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-১ আসনে ব্যাপকহারে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কচুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক। এ আসন থেকে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করতে আগ্রহী। এ লক্ষ্য সামনে রেখে তিনি এলাকায় নিরলসভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় প্রায় প্রতিদিন সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। দলের লক্ষ্য ও আদর্শ তুলে ধরে এলাকাবাসীর পাশে দাঁড়াচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এলাকার মানুষও তাদের সুখ-দুঃখে তাকে কাছে পাচ্ছেন। একজন জনদরদী ও সমাজসেবক হিসেবে নির্বাচনী আসনে তার খ্যাতি রয়েছে। মনিরুজ্জামান মানিক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে তৃণমূল পর্যায়ে আমি কাজ করে যাচ্ছি। এলাকার নেতা-কর্মীদের সাথে নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ কার্যক্রম চালাতে গিয়ে আমাকে ক্ষমতাসীন দলের নিপীড়ন ও নির্যাতনের শিকার হতে হয়েছে। আমার বিরুদ্ধে আটটি অসত্য মামলা করা হয়েছে। সকল নিপীড়ন-নির্যাতন উপেক্ষা করেই আমি দলের জন্য নিজেকে উজার করে দিয়েছি। সাধারণ মানুষের কাছাকাছি থেকে বিএনপির পক্ষে জনমত গঠন করার কাজে নিয়োজিত রয়েছি। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও লক্ষ্য সামনে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিক নির্দেশনা বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করেছি। যতদিন বেঁচে থাকব, ততদিন দলের জন্য কাজ করে যাব। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমার নির্বাচনী এলাকায় দলকে যেভাবে সুসংগঠিত করেছি, তাতে এ আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত। আমি প্রতিনিয়ত সাধারণ মানুষের সাথে কথা বলছি, তাদের কথা শুনছি, সাধ্যমতো তাদের পাশে দাঁড়াচ্ছি। এলাকার সাধারণ মানুষ চাচ্ছে, আমি আগামী নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে নির্বাচন করি। দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে আমি নির্বাচন করব এবং দলের বিজয় সুনিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন