শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চাঁদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মানিক

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-১ আসনে ব্যাপকহারে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কচুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক। এ আসন থেকে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করতে আগ্রহী। এ লক্ষ্য সামনে রেখে তিনি এলাকায় নিরলসভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় প্রায় প্রতিদিন সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। দলের লক্ষ্য ও আদর্শ তুলে ধরে এলাকাবাসীর পাশে দাঁড়াচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এলাকার মানুষও তাদের সুখ-দুঃখে তাকে কাছে পাচ্ছেন। একজন জনদরদী ও সমাজসেবক হিসেবে নির্বাচনী আসনে তার খ্যাতি রয়েছে। মনিরুজ্জামান মানিক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে তৃণমূল পর্যায়ে আমি কাজ করে যাচ্ছি। এলাকার নেতা-কর্মীদের সাথে নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ কার্যক্রম চালাতে গিয়ে আমাকে ক্ষমতাসীন দলের নিপীড়ন ও নির্যাতনের শিকার হতে হয়েছে। আমার বিরুদ্ধে আটটি অসত্য মামলা করা হয়েছে। সকল নিপীড়ন-নির্যাতন উপেক্ষা করেই আমি দলের জন্য নিজেকে উজার করে দিয়েছি। সাধারণ মানুষের কাছাকাছি থেকে বিএনপির পক্ষে জনমত গঠন করার কাজে নিয়োজিত রয়েছি। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও লক্ষ্য সামনে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিক নির্দেশনা বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করেছি। যতদিন বেঁচে থাকব, ততদিন দলের জন্য কাজ করে যাব। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমার নির্বাচনী এলাকায় দলকে যেভাবে সুসংগঠিত করেছি, তাতে এ আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত। আমি প্রতিনিয়ত সাধারণ মানুষের সাথে কথা বলছি, তাদের কথা শুনছি, সাধ্যমতো তাদের পাশে দাঁড়াচ্ছি। এলাকার সাধারণ মানুষ চাচ্ছে, আমি আগামী নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে নির্বাচন করি। দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে আমি নির্বাচন করব এবং দলের বিজয় সুনিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন