বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কোম্পানীগঞ্জ থানার ওসি ক্লোজড

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ ফজলে রাব্বী কোম্পানীগঞ্জে বিভিন্ন মদ, গাজা, ইয়াবা ব্যবসায়ীদের সাথে যোগ সাজেশন থাকার কারণে তাকে নোয়াখালীর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। ওসি সৈয়দ মোঃ ফজলে রাব্বী কোম্পানীগঞ্জ থানায় দায়িত্ব থাকাকালীন মদ, গাজা, ইয়াবা ব্যবসায়ীদের কাজ থেকে মাসিক মাসোয়ারা পেত। যার কারণে কোম্পানীগঞ্জের আনাছে কানাছে ওপেন মদ, গাজা, ইয়াবা প্রকাশ্য ব্যবসা চলছে। কোম্পানীগঞ্জ থানায় নাকের ডোগায় বসুরহাট বাজারের মেইন রোডে পার্শ্বে মদের বস্তাসহ দেখে তাকে ফোন করলে তিনি জানান, এগুলো মিথ্যা কথা আপনি নিজ চোখে দেখেছেন কিনা? না দেখে কোন কথা বলবেন না। এভাবে মাদকের বিরুদ্ধে কেউ সোচ্চার হয়ে থানাতে ফোন করলে তিনি এসব কথা বলতেন। যার কারণে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদক ব্যবসার ছড়াছড়ি রয়েছে। সৈয়দ মোঃ ফজলে রাব্বী গত ২৩ মে ২০১৬ইং তারিখে কোম্পানীগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদান করেন। গত শনিবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন আসাদুজ্জমান আসাদ। তিনি ইতি পূর্বে নারায়নগঞ্জের ফতুল্লা থানায় কর্মরত ছিলেন । মোঃ আসাদুজ্জমান আসাদ এর বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন