শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শীতের তীব্রতায় চাটমোহরে ফুটপাথে উপচেপড়া ভিড়

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে : চাটমোহরসহ চলনবিলাঞ্চলে শীতে গরীব মানুষের দুর্ভোগ বেড়েছে। শীতের তীব্রতা বেড়েছে। গত দুই দিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি পাবনার চাটমোহরসহ চলনবিলাঞ্চলে। গতকাল দুপুরে দু’-একবার সূর্য উঁকি দেওয়ার চেষ্টা করেও ঘন কুয়াশার কারণে তা ব্যর্থ হয়েছে। ফলে শীত বাড়ছে সেই সঙ্গে দুর্ভোগ বাড়ছে অভাবী ও গরিব মানুষের। কুয়াশার কারণে বেশি বেশি শীত অনুভূত হচ্ছে। শীত বাড়তে থাকায় গরীব ও ছিন্নমূল মানুষেরা ভোগান্তিতে পড়েছে। সরজমিনে চাটমোহর রেলওয়ে স্টেশন প্ল¬াটফরম ও ফুটপাতে অবস্থান নেওয়া ছিন্নমূল মানুষকে দুর্ভোগ পোহাতে দেখা যায়। চলনবিল অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা শৈতপ্রবাহে যবুথবু হয়ে পড়েছে নিম্ন আয়ের ছিন্নমূল মানুষ। ফুটপাত আর পুরাতন কাপড়ের দোকানে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। গতকাল শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে,সকাল থেকেই ছিন্নমূল মানুষেরা গরম কাপড় কিনছেন। ২০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত একটি কাপড়ের দাম হাঁকছেন দোকানীরা। বিক্রি হচ্ছে ব্যাপক। ঘন কুয়াশার পাশাপাশি ঠান্ডা বৃদ্ধি পেয়েছে। ফলে ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগের দেখা দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন