গোলাম ফারুক, দুপচাঁচিয়া (বগুড়া) থেকে
বগুড়া-আক্কেলপুর ভায়া দুপচাঁচিয়া সড়কের বেহাল দশা। সড়কটি বিভিন্ন স্থানের পিচ উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহন ও এলাকাবাসী চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা। বগুড়া-আক্কেলপুর ভায়া দুপচাঁচিয়া চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন বগুড়া থেকে বিভিন্ন যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোসহ বিভিন্ন যানবাহন আক্কেলপুর হয়ে জয়পুরহাট জেলা সদরসহ স্থল বন্দর হিলিতে যাতায়াত করে। এছাড়াও এই সড়কের পাশেই দুপচাঁচিয়া উপজেলা সরকারি খাদ্য গুদাম ও দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। খাদ্য গুদামে নিয়মিত ধান, চাল ও গম বোঝাই ট্রাক চলাচল করে। ফলে রাস্তাটির গুরুত্ব আরো বেশি। এছাড়াও এই সড়কটি দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর, গুণাহার ও চামরুল ইউনিয়নের লোকজনের উপজেলা সদরের যাতায়াতের একমাত্র পথ। সড়কটি প্রায় ৩ থেকে ৪ বছর যাবত সংস্কার করা হয়নি। সংস্কারবিহীন এই সড়কের বিভিন্ন স্থানের পিচসহ কার্পেটিংয়ের পাথর উঠে গর্ত সৃষ্টি হয়েছে। এতে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ব্যাপারে দুপচাঁচিয়া জিয়ানগর ইউনিয়ন চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, চামরুল ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম সাগর “দৈনিক ইনকিলাব” কে জানান, সড়কটি প্রায় ৫ বছর পূর্বে সড়ক ও জনপথ বিভাগ থেকে সম্প্রসারণসহ বড় আকারের সংস্কারের পদক্ষেপ নিলেও অজ্ঞাতকারণে মাঝ পথে তা থেকে যায়। সম্প্রতি সড়কটির কিছু সংস্কার করলেও অধিকাংশ সড়কটির এখনো বেহাল দশা। খানা খন্দকে ভরা সড়কটি অদ্যবধি তা সংস্কার না হওয়ায় তার অবস্থা বড় কারণ। সড়কটির বেহাল দশার ফলে যানবাহন চলাচলের যেমন বিঘœ ঘটছে তেমনি ঝুঁকিও বাড়ছে। একই সাথে এলাকাবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে করে দিন দিন জনগণের চরম ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন