খাগড়াছড়ি জেলা সংবাদদাতা
যৌতুক না পেয়ে স্ত্রী মাজেদা আক্তার (২০) ও পাঁচ মাস বয়সী শিশুপুত্র রিদোয়ানকে গলা টিপে হত্যা করেছে সাবের আলী (২৬)। মঙ্গলবার দিবাগত রাতে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক সাবের আলীসহ চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ দু’টি উদ্ধার এবং সাবের আলী, সাবের আলীর পিতা মাহবুব আলম, মা রেনুয়ারা বেগম ও ছোট ভাই শাহজাহানকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবের আলী হত্যার দায় স্বীকার করেছে। এদিকে হত্যাকা-ের ঘটনায় গতকাল (বুধবার) সকালে নিহত মাজিদা আক্তারের পিতা শাহাব উদ্দিন আটক ওই চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মাজিদার পিতা শাহাব উদ্দিন জানান, তিন বছর আগে মেয়েকে বিয়ে দেয়ার পর থেকেই নানা অজুহাতে শ্বশুরবাড়ির লোকজন যৌতুক দাবি করে আসছে। দাবির প্রেক্ষিতে একাধিকবার নগদ অর্থও দিয়েছেন তিনি। সর্বশেষ ভাড়ায় চালিত মোটরসাইকেল কেনার জন্য এক লাখ টাকা দাবি করে শ্বশুর পরিবার। তবে দাবিকৃত টাকা দিতে অপারগ হওয়ায় মাজিদা ও তার শিশুপুত্রকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন