শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

লোহাগড়ায় শীতার্তদের মধ্যে নির্বাহী কর্মকর্তার কম্বল বিতরণ

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা : লোহাগড়া উপজেলার নদীভাঙন কবলিত এলাকা এবং আশ্রয়ণ প্রকল্পের অসহায় ও দরিদ্র শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। গত রোববার রাতে ওই সব এলাকায় কম্বল বিতরণ করা হয়। এ সময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এস এম আরাফাত হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আজিম উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
জানা যায়, উপজেলার লোহাগড়া, শালনগর ও জয়পুর ইউনিয়নের মধুমতি নদীভাঙন এলাকা এবং পৌরসভার মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পের অসহায় বাসিন্দাদের বাড়ি বাড়ি গত রোববার গভীর রাতে প্রকৃত দরিদ্রদের খুঁজে বের করে দুইশত কম্বল বিতরণ করা হয়েছে। এই শীতে কম্বল পেয়ে ভীষণ খুশি হতদরিদ্ররা। ত্রাণ মন্ত্রণালয় ও লোহাগড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়েছে। মনিরা পারভীন জানান, রাতের বেলায় বাড়িতে গিয়ে শীতে কষ্ট পাচ্ছেন এমন অসহায় ও শীতার্তদের খুঁজে বের করে তাদের হাতে কম্বল তুলে দেয়া হয়েছে। এ কাজে প্রশাসনের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসার আহŸান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন