আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের উপর হামলা করে মাদক বিক্রেতা আবুকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার সদর পৌরসভার মুকুন্দী গাজীপুরা গ্রামের মাদক বিক্রেতা আবুর বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ পুলিশ আহত হয়েছে। জানা গেছে, মুকুন্দী গাজীপুরা গ্রামের মাদক বিক্রেতা ও ডাকাতি মামলার আসামী আবুর বাড়ীতে তার মাদক বিক্রি ও ডাকাতি কাজের সহযোগীরা জড় হয়েছে এমন সংবাদ ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আবুকে ধরে ফেলে। এমন সময় আবুর সহযোগী জাহাঙ্গীরের নেতৃত্বে সকল সহযোগীরা ৩ পুলিশের উপর হামলা ও তাদের মারপিট করে আটককৃত আবুকে ছিনিয়ে নেয়। সংবাদ পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে আহত ৩ পুলিশ সদস্যকে উদ্ধার করে আনে। এ ব্যাপারে আহত এএসআই সালাউদ্দীন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছেন। আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক দল পুলিশ মাদক বিক্রিতাদের গ্রেফতার করতে গেলে মাদক বিক্রেতারা পুলিশের ওপর হামলা চালায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন