বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চলনবিলে রেকর্ড পরিমাণ সরিষার আবাদ

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) থেকে আফতাব হোসেন : চাটমোহরসহ চলনবিল অঞ্চলে এ বছর রেকর্ড পরিমাণ জমিতে সরিষার আবাদ হয়েছে। চলনবিলের মাঠ হলুদ সর্ষে ফুলে ভরে উঠেছে। চলনবিলের পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলার ৯ উপজেলায় বিগত সাত-আট বছর ধরে রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়ে থাকে। কৃষি অধিদফতরেরর প্রাপ্ত তথ্যমতে, চলনবিলের ৯টি উপজেলায় এ বছর প্রায় ৬৬ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, বিলের নিচু জমিতে বন্যার পানি দ্রæত নেমে যাওয়ায় এ বছর কৃষক আগাম সরিষা চাষে মনোযোগী হন। ফলে প্রায় ৬৬ হাজার হেক্টর জমিতে আগাম জাতের সরিষার আবাদ করা হয়েছে। এরই মধ্যে বিলের বিভিন্ন বিস্তীর্ণ মাঠে সতেজ সরিষা গাছে হলদে ফুলে ভরে উঠছে। বিল ঘুরে দেখা গেছে, আগাম জাতের প্রায় সকল সরষে গাছে ফুল এসেছে। সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে এবং চলনবিলের মাঠ অপরুপ সাজে সেজে উঠেছে। একই সাথে সরিষা জমির পাশে স্থাপিত হয়েছে অসংখ্য মৌ-খামার। শ’ শ’ মৌ-বাক্স শোভা পাচ্ছে বিলের মাঝে। স্থানীয় কৃষকরা জানান, চলনবিলে বিগত বছরগুলোতে সরিষার বাম্পার ফলন হয়েছে, এ বছরেও হবে বলে মনে করছেন। অল্প সময়ে এবং স্বল্প খরচে সরিষার আবাদ লাভজনক হওয়ায় কৃষক এ বছর ব্যাপক আকারে সরিষা চাষ করেছে। বর্তমানে চলনবিলের ৯ উপজেলার মাঠে যে পরিমাণ সরিষা আছে প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে ভালো ফলন পাওয়ার আশা করছেন, সরিষা চাষি কৃষক। চলনবিলের বিস্তীর্ণ মাঠে ইতোমধ্যে হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে এবং সে সকল জমিতে সরিষার বাম্পার ফলন হবে এমন স্বপ্ন চলনবিলের কৃষক দেখছেন। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশীদ হুসাইনী জানান, চাটমোহর উপজেলাতেই পাঁচ হাজার ৪০০ হেক্টর জমিতে এবার সরিষার আবাদ হয়েছে। আবহাওয়া অনুক‚লে থাকলে সরিষার বাম্পার ফলন হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন