বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। সোমবার রাতে উপজেলার রামৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের খালেক হালসানার ছেলে সেল্টু (২৫) ও পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার ছাতিয়ান বামুন্দী গ্রামের আবেদ মাস্টার ছেলে আওলাদ (২৮) প্রায় এক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কেরালা রাজ্যে দিনমজুরিতে কাজে যোগ দেয়। সোমবার রাতে তারা ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার বাউসমারী সীমান্তের ১৫৭/১ (এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশের মোহাম্মদপুর সীমান্তে প্রবেশকালে বাউসমারী বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে বিএসএফ গতকাল মঙ্গলবার তাদের হোগলবাড়িয়া থানা পুলিশে সোপর্দ করলে পুলিশ আটক দুই বাংলাদেশিকে জেলহাজতে প্রেরণ করে। বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটকের বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার আশরাফ জানান, সেল্টুর বাবা খালেক হালসানা বিএসএফের হাতে তার ছেলেসহ দু’জন আটকের বিষয়ে জানালে এনিয়ে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়। ভারত ভ‚খÐে আটক দুই বাংলাদেশিকে পুলিশের মাধ্যমে তাদের জেলহাজতের প্রেরণের কথা জানায় বিএসএফ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন