শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নেত্রকোনায় মিতালী সংঘের ৪০ বছর পূর্তি উৎসব

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন ‘মিতালী সংঘ’, নেত্রকোনার গৌরবের ৪০ বছর উপলক্ষে মিতালী সংঘের উদ্যোগে মধুমাছি কচিকাঁচা বিদ্যানিকেতন প্রাঙ্গণে ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী বর্ণাঢ্য পূর্তি উৎসবের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মিতালী সংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে গৌরবের ৪০ বছর উপলক্ষে তিন দিনব্যাপী গৃহীত কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন পূর্তি উৎসবের আহŸায়ক এ টি এম এ রাজ্জাক, মিতালী সংঘের সদস্য ও কার্টুনিস্ট বিপুল শাহ্, সংঘের সদস্য ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম কামরুল হাসান শাহীন, সংঘের সম্পাদক শাহ্ রফিকুর রহমান অ্যাপোলো প্রমুখ। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, মিতালী সংঘ মূলত ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন। কোমলমতি শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে যুবসমাজকে রক্ষাকল্পে দীর্ঘ ৪০ বছর যাবৎ নিয়মিত খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে এই সংগঠন সুষ্ঠু জাতি গঠনে বলিষ্ঠ ভ‚মিকা রেখে আসছে। এই সংগঠনের সার্বিক কার্যক্রম নেত্রকোনার সর্বমহলে আজ সমাদৃত। তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ২৮ ডিসেম্বর উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি, দেশীয় খেলাধুলা, পিঠা উৎসব, গুণীজন সম্মাননা, সচেতনতামূলক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতি নৃত্যনাট্য, নাটক, যাত্রাপালা ও সঙ্গীতানুষ্ঠান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন