শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পাঁচবিবিতে ২৬ লাখ টাকা প্রতারণার দায়ে গ্রেফতার ৩

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে ২৬ লাখ টাকা প্রতারণার দায়ে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলোÑ পৌর এলাকার মালঞ্চা হঠাৎপাড়া মহল্লার সাবেক পুলিশ সদস্য এমদাদুল হক, তার স্ত্রী রুবিনা বেগম ও মেয়ে শবনম মোস্তারি এমি।
জানা গেছে, এমদাদুল হকের মেয়ে শবনমের (২৩) সাথে ল²ীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরমহনা গ্রামের কাজী আয়েতুল্ল্যার ছেলে প্রবাসী হারুন সাগরের ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ও মোবাইলে বিয়ে হয়। বিয়ের পর শবনম বিভিন্ন অজুহাতে হারুনের কাছ থেকে ২৬ লাখ দুই হাজার ৫২৫ টাকা হাতিয়ে নিয়ে বাড়ি তৈরি করেন। হারুন দেশে ফিরে গত রোববার শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। স্ত্রী শবনম মোস্তারি, শ্বশুর এমদাদুল ও শাশুড়ি রুবিনা তাকে অস্বীকার করে। একপর্যায়ে হারুনকে লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দেয়। হারুন সাগর বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পাঁচবিবি থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২০১৩ সালে ফেসবুকের পরিচয় থেকে তারা বিয়ে করে। একপর্যায়ে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয়। গ্রেফতারের পর গতকাল মঙ্গলবার তাদের কোর্টে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন