শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

পশ্চিম তীরকে তিন ভাগ করতে চায় আঞ্চলিক কিছু শক্তি

আন্তর্জাতিক মহলের প্রতি ইসমাইল হানিয়ের সতর্কতা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্য, বিশেষ করে জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলকে সতর্ক করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়ে। এসব মহলকে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নের বিরুদ্ধে কাজ করার আহŸান জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, আঞ্চলিক অনেক শক্তি পশ্চিম তীরকে তিনটি ভাগে ভাগ করার চেষ্টা করছে। এর মধ্য দিয়ে গাজা উপত্যকার পুরো রাজনীতিকে তারা তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। যুক্তরাষ্ট্র তার সর্বশেষ মধ্যপ্রাচ্য পরিকল্পনা এখনও প্রকাশ করেনি। তবে তা প্রকাশের পথে। ইসমাইল হানিয়ে বলেছেন, আগেও ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমের পরিবর্তে জেরুজালেমের উপশহর আবু দিস’কে মেনে নিতে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। তারা ফিলিস্তিন সরকারকে এই প্রস্তাব দিয়েছে। এখনও তারা একই লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে। এরই প্রেক্ষিতে ইসমাইল হানিয়ে ওই সতর্কতা উচ্চারণ করেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। হামাস নেতা ইসমাইল হানিয়ে মঙ্গলবার গাজা উপত্যকায় ফিলিস্তিনি নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি ট্রাম্পের জেরুজালেম ইস্যুতে সিদ্ধান্তকে ফিলিস্তিনিদের দাবিকে ধুলোয় মিশিয়ে দেয়ার সঙ্গে তুলনা করেন। বলেন, এই শতকের তথাকথিত চুক্তির অধীনে ফিলিস্তিনিদের অধিকারকে নস্যাৎ করার অংশ। ইসমাইল হানিয়ে বলেন, এখনও যুক্তরাষ্ট্র চুক্তি করার জন্য প্রস্তাব দিচ্ছে। তারা কোনো না কোনোভাবে ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে লেগে থাকার চেষ্টা করছে। জেরুজালেম থেকে দূরে আবু দিন এলাকাকে রাজধানী মেনে নেয়ার লক্ষ্যে তারা অগ্রসর হচ্ছে। এই আবু দিস এলাকা আল আকসা মসজিদের সঙ্গে যুক্ত হয়েছে একটি ব্রিজের মাধ্যমে। তা ব্যবহার করেই মুসল্লিরা ওই মসজিদে নামাজ পড়তে যেতে পারবেন। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন